পিউ
চিলেকোঠায় একটা পাখি অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে পাখিটার খুব কষ্ট হচ্ছে। পাখিটাকে দেখে আমার খুব মায়া হলো। আমি পাখিটাকে বাসায় নিয়ে গেলাম। বরাবরের মতোই মা আমার হাতে পাখি দেখে ভীষণ রেগে গিয়ে বললো, আবার তুই বাসায় পাখি নিয়ে এসেছিস? যাহ, পাখিটাকে তার বাসায় দিয়ে আয়। আমি মাকে সব কথা খুলে বললাম। মা আর আপত্তি করেননি, পাখিটাকে আমাদের ঘরে থাকার অনুমতি দিয়েছেন। আমার সেবায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখন সে একটু একটু উড়তে পারে। পুরোপুরি সুস্থ […]
Read more