ছুটতে থাকা
বয়স আমার ছুটছে তাড়াতাড়ি ছুটছে সে ওই একলা আমায় রেখে তার হিসেবে নেই যে ছাড়াছাড়ি পাল্লা দিয়ে ছুটছি জীবন থেকে! আদোও কি সেই শৈশবে সব ছিল? বৃক্ষ ভরা নিরব মাটির কাছে? সে-ই সে আমায় রক্তজবা দিল, রক্তে গড়া স্বপ্ন কেমন বাঁচে? বয়স ছোটে নিয়ে হাজার আশা কল্পনা সব আকাশ টেনে নিল গন্ধ হারায়, হারায় আপন ভাষা বয়স আমায় বিক্রি করেই দিল! সেই সে কোথায় একলা ফেলে রেখে জীবন বাড়ে বিরাট হবার নেশায়। জগৎ পিছে ভ্রান্ত মিছিল এঁকে আজ কেন সে […]
Read more