ছায়া!

দেশের কি অবস্থা জানো? আজকে ৩৮ জন মারা গেছেন।মোট ১১৫,৭৮৬ জন হলো।গোটা বিশ্বে তো লক্ষাধিক।লকডাউন মেনে সবাই বাসায় বসে আছি।জানো,আম্মু ইউটিউব দেখে দেখে রান্না শিখছে।মাস্টার শেফ হয়ে গেছে।আর নিসা? বেচারি নতুন নতুন হাইস্কুলে উঠলো,পুরো বছরটাই তার জলে গেল।কিন্তু একটা ব্যাপার কি জানো,বেশ ম্যাচিউর হয়েছে। ৬ বছর হয়ে গেল,ক্যাডেট কলেজের গণ্ডি পেরোলো,বাদ দাও এইচ এস সিই দিতে পারলাম না।এখন আর পিসিতে বসে গেম গুতাই না।কাজ করছি,কাজ শিখছি।তোমার মত বড় পোস্টে চাকরি না করতে পারলেও,কিছু তো করতে হবে নাকি! কি যে করো তুমি!এভাবে হুট করে সব দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলে? এভাবে কি হয় বলো?বড় হয়ে গেছি বুঝলে।ঐদিন শাহানায আন্টি বললো,আমি নাকি তোমার মতো হয়েছি।এজন্যই হয়ত,আমার প্রেমের সম্পর্কটার আজ ৩ বছর পূর্তি হতে চললো। বিশ্বাস করো,তুমি ওকে খুব পছন্দ করবে।বাপ কা বেটা ত আমি ওকেই ঘরের বউ করে আনবে। তোমার মনে আছে,প্রত্যেক বাবা দিবসে,আমি আর নিসা চুপিচুপি তোমার খবরের কাগজে বাবা দিবসের কার্ড বানিয়ে রেখে দিতাম।আজও বাবা দিবস…..
-“আব্বু, তারপর পড়ো না, কি হলো?!”
-“সাবিত! এখনো উঠো নি! এ-ই সকাল সকাল গল্প শোনানোর কি আছে? নিজে তো পান্ডা হচ্ছো, ছেলেটাকে ও বানাচ্ছো।”
-” আম্মী, পান্ডা না। প্যান্ডা।”
-“খুব Englishman হচ্ছেন বাবার মতো। আসো, ডিম টা খেয়ে নিবে।
-“আহা। দেখো না কি পেয়েছে তোমার ছেলে …”
-“দেখতে থাকেন আপনি। বাবা দিবস বলে বলে, খুব লাফাচ্ছে সকাল থেকে। খবরের কাগজে কি রাখবে বলে আমাকে ধরতেই দিলো না…”
-“আম্মী! তুমি সবসময় surprise নষ্ট করে দাও। আব্বু কিছু বলো আম্মীকে”
-” আচ্ছা আর কিছু বলবো না। সরি। খেতে এসো, আমি টেবিল এ নাস্তা দিচ্ছি।”
মাথা হেট করে নিচে তাকিয়ে আছে বাবু । কপালে চুমু দিতেই চোখটা জ্বল জ্বল করে উঠলো। আচ্ছা, বাবুর চোখ দুটো মনে হয় আব্বুর মতো…
Writer:
Siam An Nisa
Feni Girl’s Cadet College.
More From Author
Ayman loves to write, speak, and sing. He loves to spread happiness. A voracious learner who’s inclined towards public speaking as well. Enjoying life by every bit of it, he also loves his sleep. DM him to tell your story at:
Ayman Sabit