স্বাধীনতা দিবসের শুভেচ্ছা-Debapriyo Hazra-1st-Bangla Poem

সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা হেঁটে চলে, মুম্বই থেকে মুর্শিদাবাদ পাঞ্জাব থেকে পাটনা; সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা বেঁচে থাকে, ধারাভি, পার্ক সার্কাস আর সদ্য উদ্বোধন হওয়া ফ্লাইওভারের নীচে; সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা ভাবে, রেললাইন আর রাজপথ ধরে হেঁটে গেলে স্বাধীনতা পাওয়া যাবে; সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা আজও বড়ো হয়, চায়ের দোকান আর ৫ নং প্লাটফর্মে; সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা দেখে, কাদা আর পাথর ছোড়াছুড়ির মাঝে; কফিনে মোড়া তেরঙ্গার রং ম্লান হয়ে আসে; সত্তরটা বসন্ত পেরিয়ে স্বাধীনতা বন্দী হয়ে থাকে, লালবাতি আর লালফিতের ফাঁসে, অপপ্রচার আর মিথ্যার অভ্যাসে; সত্তরটা বসন্ত পেরিয়ে বছরের এক দিনে স্বাধীনতা সবার উপরে জায়গা পায়, আর গাড়ির কাঁচ নামিয়ে নাবালক স্বাধীনতার হাত থেকে কেনা তেরঙ্গার গর্ব দেখে; স্বাধীনতা মরে যেতে চায়।
More From Author
- লোভ-DEBBETHI BERA-2nd-Bangla Poem
- স্বাধীনতার মানে-RAJU DEBNATH-3rd-Bangla Poem
- Independence-Shifat Khan-3rd-English Poem
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1