লোভ-DEBBETHI BERA-2nd-Bangla Poem

আমরা স্বাধীন মেয়ে। এখন আমাদের স্বাধীন ভাবে সব ক্ষেত্রেই চলন, বলন, করন। ঘরের কাজ? সেত ছিলই রক্তে! কর্মক্ষেত্রও করেছি নিজেকে রপ্ত। ঘরের কাজ ভাগ করেছি বাড়ির লোকে সাথে। তুমি করবে এই কাজ গুলো, আমি করবো বাকি গুলো। পোশক-আশাক নিয়ে বলে কথা শোনালে? দিই শুনিয়ে দু-চার কথা। রাত-বিরেতে পার্টিশার্টি ওসব এখন রোজের রুটিণ। নিজের কথা বলতে পারি, খুব জোরে হাসতে পারি। মনের মতো সাজতে পারি, না পোষালে ছাড়তে পারি। এত স্বাধীন হওয়ার পরেও, লোভ আসলো মনের ঘরে। ‘ভালো মেয়ে’ শুনতে ভালোই লাগে। ভীষণ সহজ, স্বাধীনতা থাকবে যেমন আছে। যেমন ধর- ঔই মেয়েটি পড়াশোনায় ভীষণ ভাল, আবার জানে হাতের কাজ। ওরই ছোট বোন, ওরই মতো। রূপে গুণে স্বরসতী। কিন্তু জান? ভাল যদি বলতে বলো? বড় দিদিরই নাম বলবো। কি সুন্দর মার্জিত সাজ, অফিসের পর ঘেরই ফেরে, পার্টিশার্টি নাই কোন শক। ঘরের কাজ ভাগ করেনি বরের সাথে। বাবামায়ের পছন্দতেই হয়েছে এই বিয়ে। স্বাধীনতা ছিল বটে- ‘হ্যাঁ’ বা ‘না’ বলার। কিন্তু বাধ সাধল আরও ‘ভাল’ হবার। প্রশ্ন এলো মনে- এই ছেলেকে ‘না’ বলে যদি স্বপ্নের কথা বলি, কথা উঠবে, লোকে বলবে!!! আর কি করে ‘ভাল মেয়ে’ বলি???
More From Author
- স্বাধীনতার স্বপ্ন-DEBBETHI BERA-1st-Bangla Article
- স্বাধীনতা দিবসের শুভেচ্ছা-Debapriyo Hazra-1st-Bangla Poem
- স্বাধীনতার মানে-RAJU DEBNATH-3rd-Bangla Poem
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1