অন্যরকম ‘বাবা’ – Rizma Samanja Nilou : 3rd Place Winner

ভারী ক্লান্তিতে চায়ের প্রথম চুমুকে যে প্রশান্তি অনুভূত হয় তেমনই বাবা,
প্রখর রোদে বা ভারী বর্ষনে একটি ছাতা যে দায়িত্ব পালন করে সেটি বাবা,
প্রচুর বৃষ্টির পর আকাশে খুঁজে পাওয়া রংধনু ঠোঁটের কোণে যে হাসি নিয়ে আসে সেটি বাবা,
প্রচন্ড ঝড়ের মাঝে একটি গাছ বারবার হেলে পড়েও নিজেকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা চালায়,সেটি বাবা,
মোমবাতি তার সর্বস্ব গলিয়ে কেবল একটি সুতাকে আঁকড়ে ধরে পুরো ঘরকে আলোকিত করে যেমন,সেরকমই বাবা,
পাহাড়ের সাথে নির্জনতা আর গাম্ভীর্যের প্রতিযোগিতায় পাহাড়কে হারানোর সামর্থ্য রাখে বাবা,
সমুদ্রের পানিতে পা ভেজানোর যে আনন্দ,’বাবা’ ডাকটির মাঝেও লুকিয়ে আছে সেই অনাবিল আনন্দ,
সিঙ্গারার বাহিরের দেয়া কোটিংটার মতনই বাবা,খুব সুন্দরভাবে ভেতরের সবকিছুকে সুরক্ষিত করে রাখে,
আকাশের মেঘটিও যেন বাবা,ঠিক জানে কোথায় বৃষ্টির পরশ প্রয়োজন আর কোথায় কেবলই নীলাকাশ,
দেখার জগতের বাইরে চেনার জগৎ,জানার জগৎ তৈরি করে দেন যিনি,তিনি বাবা,
‘বাবা’-এই ছোট্ট শব্দটির মাঝে লুকিয়ে থাকে ভালবাসা,যত্ন,রাগ,আবেগ,কান্না;যা বুঝতে পারে যে, সে-ই বাবা,
ভাল থাকুক পৃথিবীর সকল বাবা ||
More From Author
- পিতার মহীরুহ – Rifaat Ahsan Sadat : 3rd Place Winner
- মৃত্যু – MD Billal Hossain : 3rd Place Winner
- My First Love – Suraiya Tasin : 3rd Place Winner