আমার কাছে বাবা মানে – Farzana Parvin Puthi : 1st Place Winner

আমার কাছে বাবা মানে-
হুটহাট করে ফোন দিয়ে “মা কেমন আছিস” বলা কণ্ঠস্বর নয়,
আমার কাছে বাবা মানে –
হাজার বাঁধার সামনে দাঁড়িয়ে “আমি আছি” বলা সাহসী পুরুষ নয়,
আমার কাছে বাবা মানে –
কোনো শখের জিনিসের জন্য আহ্লাদি কণ্ঠে করা আবদারের জায়গা নয়,
আমার কাছে বাবা মানে –
শত অভিমানে রাগ ভাঙানো কোনে সুপারহিরো নয়,
আমার কাছে বাবা মানে –
খেয়ালি স্রোতে গাঁ ভাসালেও রাগি রাগি কণ্ঠের কোনো শাসন বারণ নয়,
আমার কাছে বাবা মানে –
কোনো সাহসদাতা,পথনির্দেশক,প্রেরণাদাতা,উৎসাহদাতা, শাসনকর্তা এর কোনোটিই নয়,
আমার কাছে বাবা মানে –
মায়ের কাছে বাবার গল্প শুনতে শুনতে ভালো লাগার কিছু অমূল্য অনুভূতি,
আমার কাছে বাবা মানে –
লোকের প্রশ্নের জবাবে দেওয়া আমার উত্তর “আমার কিছু মনে নেই”।
Written By : Farzana Parvin Puthi
Institution : Jagannath University
More From Author
- একটি অশ্রুত কথোপকথন – Sinhaj Noor : 2nd Place Winner
- ত্যাগ এবং বাবা – Chowdhury Ahmed Murtaza : 5th Place Winner
- পিতার মহীরুহ – Rifaat Ahsan Sadat : 3rd Place Winner
What’s your Reaction?
+1
17
+1
+1
24
+1
+1
+1
+1