আমার চোখে তোমার স্বপ্ন – Hasibul Hasan Akash : Editor’s Pick

কখনো কি নিজের কথা ভাবতে?
নিজের কোন স্বপ্ন ছিলোনা তোমার?
একান্তই নিজস্ব।
আকাশ ছুতো ইচ্ছে হতোনা?
তুমি তো স্বপ্ন দেখতে শুধু আমায় নিয়ে।
সবটুকু দিয়ে আমায় নিয়ে ভাবতে।
আমায় আকাশ ছোয়াবে!
আর কেউ কি এমন হয়?
তুমি ছাঁড়া
সবটুকু দিয়ে আমায় ভালোবাসে।
আমার কাছে হয়তোবা নেই।
কত স্বপ্নই না দেখাতে
কোন মোহ ছিলোনা।
More From Author
- অভিনয় – Rifat Raiyan : Editor’s Pick
- পিতাপাগল সাতকন্যার গল্পে বাবা তুমি চিরন্তন- Natasha Shikder : Editor’s Pick
- Father’s Day – Moinul Islam : Editor’s Pick
What’s your Reaction?
+1
9
+1
+1
24
+1
+1
+1
+1