বাবারা কাঁদে না – Rahimul Islam Rihad : 2nd Place Winner

বাবারা কাঁদে না
বাবারা কখনো কাঁদে না
কারণ তারা কাঁদতে শেখেনি
তারা শিখেছে অপূর্ণ সন্তানের জীবনকে পূর্ণতা দিতে
তারা শিখেছে নিজেকে ক্ষয়ে সন্তানকে গড়তে।
বাবারা কাঁদে না
বাবারা কখনো কাঁদে না
কারণ তারা কাঁদার সময়টুকু হয়তো পায় না
সন্তানের ছন্দমুক্ত জীবনকে ছন্দযুক্ত করাতেই তাদের সময়ব্যয়
ব্যস্ত এ নগরী তাকে অশ্রুসিক্ত হওয়ার সময়ই দেয় না।
বাবারা কাঁদে না
বাবারা কখনো কাঁদে না
কারণ তারা এক দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী
সন্তানের মখে হাসি ফুটাতে হবে বলে
কর্মঠ এ জীবনের প্রবাহমানকালে
কাঁদা যে তাদের মানায় না।
বাবারা কাঁদে না
বাবারা কখনো কাঁদে না
কারণ নিষ্প্রাণ এ মাটি
সাক্ষী হয়ে থাকতে চায় তাদের ঘামের
আর তাই
সন্তানের জীবনকে পূর্ণতা দিতে
সন্তানের জীবনকে ছন্দে গড়তে
প্রতিটি বাবার অশ্রুকণা রূপ নেয় ঘামে।
Written By : Rahimul Islam Rihad
Institution : Mirzapur Cadet College
More From Author
- শিকার – Ahmadullah Shaiyan : 5th Place Winner
- ধন্যবাদ, বাবা – Noman Ahmed : 2nd Place Winner
- মৃত্যু – MD Billal Hossain : 3rd Place Winner
What’s your Reaction?
+1
4
+1
+1
31
+1
+1
+1
+1