সন্ধ্যাতারা – Homira Anjum : 5th Place Winner

শূন্য বিদেশি পথ
একাকী হেঁটে চলা
তোমারি শেখানো হাঁটি-হাঁটি-পায়ে-পায়ে।
আগলে রেখেছিলে
পর্বতসম দুর্ভেদ্য খেয়ালে।
এখন চলি একলা তালে।
শৈশবে
তোমার কাঁধে চড়ে ঘুরে আাসা
সেই রূপকথার নবান্নের মেলা-
আর জমে না।
কিন্তু ঐ কাঁধে পাওয়া
ঘুমপুরীর শান্ত ঠিকানায়
আজও হারাই আমি।
দূর বহুদূর চলে যাওয়া।
হয়তো তোমার বালিশের তলে চাপা
এক রাশ ভাঙা স্বপ্ন।
তবুও তোমারি আদরের প্রেরণায়
আমার আশার ডিঙি ভাসে।
চলো না,
ছোটবেলার সেই দীঘিতে ফিরে যাই।
যেথায় আজ স্মৃতির নীলপদ্ম ফোঁটে
দুঃখের নীলিমায়।
ষোলোটা বছর পিছে ফেলে
আজ চলেছি নিঃসঙ্গ পথে।
অচেনা-অজানা পথ!
তবু ভয় নেই।
আঁধার এলেই বাবা আমার
সন্ধ্যাতারার বেশে আকাশে আসে।
তাই নিরন্তর পথ চলি
তাঁর শেখানো হাঁটি-হাঁটি-পায়ে-পায়ে।
Written By : Homira Anjum
Institution : Joypurhat Girls Cadet College
More From Author
- নিছক একটি গল্প – Nishat Munira Annesha : 1st Place Winner
- আমার বাবা – Anjum Binti : 1st Place Winner
- শিকার – Ahmadullah Shaiyan : 5th Place Winner
What’s your Reaction?
+1
13
+1
+1
6
+1
+1
+1
+1
1