এসো আদিম হই

কাছে আসো,
খুলে ফেলো মিছে অবগুণ্ঠন…
আদি, আসল আর অকৃত্রিম রূপে আরবার পান করি তোমার রূপের শরাব।
আদি জন্মে কেউ তো ছিলাম না তন্তুবিদ্যা পারদর্শী,
না আমি না তুমি।
এসো আবার আদিম হই,
আবার ফিরে যাই মূলে,
অনেকটা পথই তো হেঁটে এলাম তুমি আর আমি দুজনের শেকড় ভুলে।
ডাহুকীর ডাক শুনো, বালা?
রাতের নীরবতা টুকরো টুকরো করে কী হাহাকার ধ্বনি!
আমি তো পাষাণ নই-
মরমে শুনি তার আকুলিবিকুলি,
কান পেতে শুনো সে বিরহী সুর
পড়ে থাক পড়ে থাক দূরে ছেঁড়া নুপুর।
শেষ কবে নেচেছিলো রাধিকা নিধিবনে পড়ে আছে ছোপ ছোপ দাগ,
কন্যা, তার চেয়ে কম নয় জেনো আমার অনুরাগ।
More From Author
- None Found
What’s your Reaction?
+1
16
+1
+1
7
+1
+1
+1
+1