বুক রিভিউ : কমিউনিকেশন হ্যাকস

বইয়ের নামঃ কমিউনিকেশন হ্যাকস
লেখকঃ আয়মান সাদিক ও সাদমান সাদিক
মূল্যঃ ২৭০ ৳
প্রচ্ছদঃসাদমান সাদিক
পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৩
প্রকাশনীঃ অধ্যয়ন প্রকাশনী
আমরা সবসময় চাই কথা দিয়ে মানুষের মন জিততে।
বইটি যাদের জন্য লাগতে পারে –
–যদি স্টুডেন্ট হয়ে থাকে
–যারা পেশাগত জীবনে আরোও ভালো করতে চায়
–যারা কমিউনিকেশন এক্সপার্ট হতে চায়
–যারা ডিজিটাল জগতে কাজ করতে চায়
এখন প্রশ্ন আসতে পারে কমিউনিকেশন হ্যাকস বলতে কী বোঝায়?
টেক্সটবুকের ভাষায়, কমিউনিকেশন হ্যাকস হচ্ছে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে ব্যবহৃত কিছু কৌশল যা আপনার বাচনভংগি এবং সর্বোপরি ইমেজকে আরও আর্কষনীয় করে তুলবে।
কমিউনিকেশন স্কিল আবার শেখানোর কী আছে? আমাদের স্কুল – কলেজের শিক্ষা কারিকুলামেই এসব জিনিস শিখে এসেছি। দরখাস্তের হাজারো নিয়ম, স্মারক লেখার কৌশল কিংবা দুই বন্ধুর মধ্যে ডায়লগের বাহার,সবই আমাদের জানা,কিন্তু মজার বিষয় হলো দিনশেষে না আমরা চিঠি লিখি, আর না আমাদের দিয়ে স্মারক লেখা হয়। শেষমেষ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার আর ইমোতেই আমাদের দৈনন্দিন কথোপকথন সারি। কিন্তু, এসব তো কোনো কারিকুলামে ছিল না। এসব নিয়ম কোথায় পাওয়া যায় কিংবা এসব নিয়ম বানাচ্ছেই বা কে? এসব মাধ্যমে কথা বলার কিছু কৌশল শিখিয়ে আপনার জীবনটাকে সহজ করার এবং আপনার কথার গুরুত্ব বাকিদের সামনে বাড়িয়ে তোলার অভিপ্রায় হল এই বইটি।
বইটি পড়ে আমি কমিউনিকেশনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি। যেমনঃ–
#রিভার্স সাইকোলজি হ্যাকস!
কমিউনিকেশন স্কিল আসলে পুরোটাই সাইকোলজির খেলা। একবার যখন আপনি মানুষকে বুঝবেন ; তখন কখন, কোথায়, কী বলতে হবে–সেটা আপনি নিজ থেকেই বুঝতে পারবেন।
#আপনার সমস্যাটা কী?
যখন কেউ আমদের কাছে কোনো কাজ বা সাহায্য চাইতে আসে তখন আমার মানুষটিকে যেভাবে প্রশ্ন করি–
১.আপনার সমস্যা কী?
২.আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
দুটো বাক্যই কিন্তু একই কথা বলে কিন্তু কত তফাৎ। ১ -এ আপনার কী সমস্যা বললে মনে হয় সমস্যটা তার ব্যক্তিগত
একটা এুটি। অন্যদিকে “আমি কীভাবে সাহায্য করতে পারি” বললে ভালো লাগে যে কেউ সমাধানে এগিয়ে আসছে।
এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কীভাবে মানুষকে প্রশ্ন করতে হয়।
#প্রশংসা আর নিন্দার কমিউনিকেশন
কোনো মানুষ একটা ভালো কাজ করলে একটা প্রশংসা পেতে পারে। আর যদি খারাপ কাজ করে, তাহলে সেই কথা সবাইকে বলে বেড়ানো হয়। আমরা মানুষকে অন্যের সামনে যতটা মজার সাথে অপদস্ত করি, ততটা আনন্দের সাথে প্রশংসা করি না। যদি আমরা ব্যক্তিগতভাবে সমালোচনা করতাম এবং প্রকাশ্যে প্রশংসা করতাম, তাহলে দুনিয়া আসলেই বদলে যেত।
#শুনতে ঠিক, আসলেই ঠিক
নিচের প্রশ্নটি আমদের সবসময় মনে রাখা উচিত যখন আমদের সামনে নতুন কোনো তথ্য আসবে।
“কেবল মাত্র পূর্ব ধারণার সাথে নতুন কথাটা মিলে যাচ্ছে জন্যই কি কথাটা সঠিক মনে হচ্ছে নাকি কথাটা আসলেও যৌক্তিকভাবে সঠিক?”
কোনো একটা তথ্য সত্য হওয়ার সাথে আমাদের মতের সাথে মিল থাকার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ, আমাদের পূর্ব ধারণার সাথে মিললেই যেন আমরা কোনো তথ্য গ্রহণ করে না নেই আর পূর্বধারণার সাথে সাংঘর্ষিক হলেই যে এড়িয়ে যাব, এমন যেন না হয়।
#জাজ না করা
ইদানিং ‘Judgemental ‘ আর ‘Condescending’ শব্দ দুটি কমিনিউকেশনে বেশ প্রচলিত।
জাজমেন্টাল বলতে আসলে কী বোঝানো হচ্ছে? আপনি কথা বলার সময় যদি কেউ আপনার সম্পর্কে না জেনে উল্টাপাল্টা আন্দাজ করতে থাকে, তাহলে সেই ব্যক্তিটি জাজমেন্টাল। আর যদি কেউ এমন ভাব নেয় যে, সে তার মহামুল্যবান সময় ব্যবহার করে আপনার সাথে কথা বলে সে আপনাকে উদ্ধার করছে, তাহলে সে কনডিসেন্ডিং।
এই বইটি পড়ার মাধ্যমে আমরা জানব কীভাবে কমিউনিকেট করলে কেউ কোনোদিন আমদের বিরুদ্ধে এই দুটি শব্দ ব্যবহার করতে না পারে।
এরকম অনেক হ্যাকস রয়ছে বইটিতে যা আপনার কমিউনিকেশন স্কিলকে আরও সমৃদ্ধ করবে এবং যা আপনার জীবনে অনেক কাজে লাগবে। তাই যারা নিজেদের কমিউনিকেশন স্কিল বাড়িয়ে নিজেদেরকে সবার সামনে সুন্দরভাবে প্রকাশ করতে চান তাদের অবশ্যই বইটি পড়া উচিত।
More From Author
- None Found