বব ডিলান

মানুষ চেনা যায় আজো
গ্রাম্য শহুরে পথে।
মেঘেরা জানে গিটারের তারে
কতটা বিপ্লব ঘটে।
ঠোঁটে সিগারেট মাউথ অর্গান
মেপে নেওয়া কতো হাসি
আজও আমি কবিতা খুঁজতে
তোমার কাছেই আসি।
কথা গুলো সব বৃষ্টিধোয়া,
তাকে স্বরলিপি বই।
তুমিই আছো তোমার মত
আমরা তোমার মত নই।
উত্তর সব হাওয়ায় দুলছে
গানের বিষন্নতাই প্রিয়।
গান গাইতে উঠলে আবার
কনসার্টে ডেকে নিয়ো।
আবার উঠবে গিটার বেজে
ডিলান উঠবেন গেয়ে।
নোবেল প্রাইজ নাম করেছে
বব ডিলানকে পেয়ে।
More From Author
- None Found
What’s your Reaction?
+1
8
+1
+1
9
+1
+1
+1
+1