নিখোঁজ

অনেক অনেক দিন গত হয়েছে
আমার মন খারাপ হয় না!
চোখের সামনে যখন কোনো
বেদনার দৃশ্য দেখি,
তখন তার মাঝেও আমি
আনন্দের পরমাণু খুঁজতে থাকি।
মন থেকে বেদনা তুলে দিয়ে,
নকল এক ধরনের নিষিদ্ধ শান্তি নিয়ে
আমি একটা ঘোরে ডুবে থাকি।
চোখের সামনে যখন জরাগ্রস্ত
অভুক্ত মানুষকে অনাহারে
তিলে তিলে মরে যেতে দেখি,
যখন দেখি ক্ষুধার জ্বালা
সহ্য করতে না পেরে
কেউ আত্মহত্যা করছে,
তখন তাদেরকে দেখে
আমার হাসি পায়,
আমি তাদেরকে ‘কাপুরুষ‘
বলে গাল দিই।
আর কেউ যখন
তপ্ত কড়াইয়ের মত শরীর নিয়ে
আমার কাছে আসে,
এসে বলে আমি যেন
কয়েক ফোঁটা রক্ত দিয়ে
তার উষ্ণতা কমাই,
তখন আমি তাকে ফিরিয়ে দিই,
তবুও আমার মন খারাপ হয় না।
সবাই বলে আমার নাকি মনই নেই,
আমি বলি,
আছে,
কিন্তু আমার মাঝে নেই,
আমার মন অন্য একটা
মানুষের মনে হারিয়ে গেছে!!
More From Author
- None Found
What’s your Reaction?
+1
12
+1
+1
17
+1
+1
+1
+1