বাঙাল বর্ণবাদ

গায়ের রং আলাদা হওয়ায় মানুষ মারলেই শুধু বর্ণবাদী হয় না। “মেয়ের তো বিয়ে দিতে হবে” এই দুঃশ্চিন্তায় fairness cream কিনে দেওয়া বাবা-মাও বর্ণবাদী।”ছবি তোলার সময় তোর পাশে দাঁড়ালে নিজেকে ফর্সা লাগে!” বলা বন্ধুটি কিংবা “তোমার গায়ের রঙটা তো একটু চাঁপা, তোমাকে এই শাড়িতে মানাবে না!” বলা প্রিয় মানুষটিও বর্ণবাদী।
“তুই তো এমনিতেই কালো,রোদে পুড়লে তোর কিছু হবে না!”, “অন্ধকারে তো শুধু তোর দাঁত দেখা যায়!”, “লাল লিপস্টিক দিস না,কালো মেয়েদের মানায় না!”, “ধুর ওর সাথে প্রেম করা যায় নাকি,ওর যা চেহারা!” এসব মন্তব্যের পরে হাসিমুখে “আমি তো শুধু মজা করছিলাম” উত্তর দেওয়া মানুষ গুলোও বর্ণবাদী।
আমেরিকায় চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে #blacklivesmatter পোস্ট দেওয়ার আগে নিজস্ব সমাজের বহুবছর পুরনো এসব সূক্ষ্ম বর্ণবাদী চিন্তাধারা নির্মূলে নজর দিন।মাইল দূরের কৃষ্ণদেহী মানুষ গুলোর সামাজিক অবমাননার হিসেব কষার আগে একটিবার “Just Fun”-এর গ্যারাকলে পৃষ্ঠ পাশের বাড়ির কালো মেয়েটির মানসিক বিপর্যয়ের হিসেবটা মিলিয়ে দেখুন। আশা করি বেশি বৈকি কম হবে না।
More From Author
- None Found