খুকুর কথা

সকালবেলায় পড়ো পড়ো
সন্ধ্যা হলেও তাই
দিনটা পুরো দিদিমণির
খেলবো কখন মা ?
এত পড়া ভাল্লাগে না
কেন বুঝিস না
মিনি পারু পূজার সাথে
খেলতে দে না মা ।
রাতে শুয়ে তোর কোলে মা
শুনবো ঘুমের ঘোরে
রাজার ছেলে দৈত্য মারে
ঘোড়ায় চড়ে গিয়ে ।
আঁধার গিয়ে সকাল হোলে
তুলিস আমায় ডেকে
খাইয়ে দিবি আদর করে
বসিয়ে তোর ঐ কোলে ।
More From Author
- None Found
What’s your Reaction?
+1
8
+1
+1
10
+1
+1
+1
+1