ছড়ার রাজা রবীন্দ্রনাথ

ছড়ার ছলে হাসি মজায় দেখিয়ে দিলে কত কি সমাজ তখন ছিলো কেমন লোকগুলো বা ছিলো কি । বড়বাবু খাটিয়ায় বসে বসে পান খায় পদ্মমণির চচ্চড়িতে সে কি ঝাল লঙ্কার হাসপাতালের ঘোষাল মাখন সে জন বড় বিজ্ঞ পচা মাছের রান্না যোগে করলো সবার শ্রাদ্ধ । লাল বাঁদরে নাচতে থাকে রামছাগলের ঘাড়ে গোকুল ছোঁড়া গাছে চড়ে সুপারী পেড়ে আনে কাঁসারী চলে বাজিয়ে কাঁসা অলিগলি ঘুরে গিন্নীরা সব বাসন কেনে ছেঁড়া কাপড় দিয়ে । এডিটরে এডিটরে লেগে যায় যুদ্ধ কে যে কবে কি বলছে বোঝে কার সাধ্য খেয়াল খুশি ছন্দ বেয়ে আসে কত মূর্তি কাশী থেকে কোদারমা পেশোয়ার জসিডি । সাগরপারে বিষম ব্যাপার ভয়াল ভীষণ কাণ্ড বোঁচা গোঁফের বিষম দাপট সবাই থরকম্প খবর লুকিয়ে ফেলে ইংরেজ বাহাদুর পার্লামেণ্টের থেকে থাকা চাই বহুদূর । কিশোর ছেলের মুগ্ধ মনে লেগেছিলে ভালো বুড়ো হাড়ে পক্ককেশে আজও জ্বালাও আলো ।
More From Author
- None Found
What’s your Reaction?
+1
3
+1
+1
9
+1
+1
+1
+1