আমার দেশ-RACHAYEETA RAY-3rd-Bangla Article
একসময় শুধু স্বপ্ন ছিল আমার দেশের স্বাধীনতা। এই স্বপ্নকে চরিতার্থ করতে শয়ে শয়ে যোদ্ধা নিজেদের সবটুকু সমর্পণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন ঐ স্বাধীনতার সূর্য টাকে দেখানোর জন্য। তাঁরা চেয়েছিলেন একটা দেশ যেখানে বিভেদ থাকবে না। মাথার ওপর কেউ শাসনের ছড়ি ঘোরাবেনা। যেখানে না থাকবে এক বিশেষ জাতির প্রতি ঘৃণা ( যেমনটা ইংরেজদের ছিল ভারতীয়দের প্রতি), না থাকবে ক্ষুধার লড়াই। সকল ধর্ম, বর্ণ, জাতির থাকবে শান্তিপূর্ণ সহাবস্থান। সেই দেশের স্বপ্ন তাঁরা দেখেছিলেন যেখানে মানুষকে শুধু মানুষ হিসাবে গণ্য করা হয়। পেরেছিলেন তাঁরা, […]
Read more