বিরুদ্ধ দাহনে
স্তব্ধ শহর আজ হেঁটে চলেছে অদ্ভুত বিষাদে যেখানে বৃষ্টিভেজা দেয়াল লিখন রং হয়ে চুইয়ে চুইয়ে পড়ে। মহাব্যস্ত রাজপথ আজ শিথিল বসনে পড়েছে ঢলে স্থবির নগরীর কোলে। ইটের দালানেও এখন ঝিমধরা নৈঃশব্দ তাইতো ক্লান্ত শহর আজ অভিসারে যেতে চায় ঝাউতলার ঝিরঝিরে বাতাসে। ঝালমুড়ির গাড়ি থামিয়ে ফিরোজ মামার উদাস চোখ কপালে বলিরেখা-সূক্ষ্ম কারুকাজ টানটান চামড়ায় ভাঁজ পড়েছে আজ সবকিছু ছাপিয়ে প্রকট হয়ে ওঠে দুটো পাঁচটাকার জন্যে হাহাকার। আর টেবিলের তলা দিয়ে পাঁচশো টাকার স্রোত মন্থর হয়ে গেছে বলে ইন্দ্রলুপ্ত বিশালবপু সরকারি কর্মচারীর […]
Read more