সিন্ধু সভ্যতা ও ভারতীয় সমাজ
আনুমানিক প্রায় ৪৫০০ থেকে ৫০০০ বছর আগে সিন্ধুসভ্যতার অস্তিত্ব ছিল বলে পণ্ডিতরা মনে করেন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ -২৩ খৃষ্টাব্দে এই পুরাতন সভ্যতা আবিস্কার করেন। মহেঞ্জোদারো প্রথমে ও হরপ্পা পরে আবিস্কৃত হয় । পরে পরে আরও বহু জায়গায় সিন্ধুসভ্যতার নিদর্শন মেলে। গুজরাটের লোঠাল থেকে আরম্ভ করে পূর্বে পশ্চিমবঙ্গ পর্য্যন্ত অনেক জায়গায় এই সভ্যতার চিহ্ন দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এক বিরাট এলাকা (মোটামুটি প্রায় ৫ লক্ষ বর্মাইল) জুড়ে এই সভ্যতার বিস্তার ছিল। সিন্ধুসভ্যতা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরানো সভ্যতা। […]
Read more