রজনী, হিমু ও কিছু কাঠগোলাপ
এই লেখাটা লিখার চিন্তা মাথায় আসে মূলত এক ক্লাসমেটের কোয়ারেন্টাইনে হিমুর দিনকাল নিয়ে লেখা দেখে লোভে পড়ে।লেখার সময় নিজেকে অতিরিক্ত সাহসী মনে হয়েছে, কেননা এরকম লেখায় আমার হাতের আনাড়িপনা আর চরিত্রের খ্যাতির মধ্যেকার ফারাক প্রায় বৃহস্পতি থেকে নেপচুনের দূরত্বের সমতূল্য। সাহসের সাথে অনেক বড় একটা আশাও ছিল যে, নিশ্চয়ই আমার হিমুর জন্যে অপরিসীম ভালবাসা আর হুমায়ুন আহমেদ স্যারের জন্যে অজস্র শ্রদ্ধার ব্যাপারটাও কাউণ্টে আনা হবে। অতিরিক্ততার চূড়ান্ত: আশা করি ধ্রৃষ্টতা মার্জনীয়। […]
Read more