সুদিনের জন্য প্রার্থনা
আবার পৃথিবীর আসুক সুদিন। বুকের বাম পাশ ছুঁয়ে যাক প্রিয়জনের নিঃশ্বাসের উষ্ণতা, থেমে যাক নিঃসঙ্গতার দহন। দু’জনার দু’মুখো দৃষ্টি খুব যে করুণ লাগে, এ কৃত্রিম অভিমান বড় অসহনীয়। আবার ফিরে আসুক সোনায় মোড়ানো সবুজ সময়, তারুণ্যের উচ্ছল আড্ডা, আবার যেনো নীল আকাশে বেজে উঠে শ্বেত কপোতের অস্থির ডানা ঝাপটানোর শব্দ… যেনো ঘুচে যায় নিষ্প্রাণ রাজপথের সব অপবাদ, একাকীর নির্জনতা। আবার যেনো গলাগলিতে ভাগাভাগি করি হৃদয়ের যতো ভালোবাসা। Hasan Mehedi
Read more