বর্ষার কাছে প্রার্থনা
এ শহর ডুবে যাক অবাঞ্ছিত বন্যায়, মেদবহুল দেহগুলো খাবি খাক কীটকাটা পানিতে, শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদগুলো হয়ে যাক বিদ্যুৎবিহীন ভোর ছটায় ছুটাবুয়ার টেপাটেপিতে যেন অস্থির না হয় কলিংবেল পার্কের বেঞ্চিতে প্রেয়সীর বাহুলগ্ন হয়ে থাকার মেয়াদ হোক আরো ক্ষীণতর| জীর্ণদেহ লোকটি গলদঘর্ম হয়ে রিকশা বয়ে নেওয়ায় দিক ক্ষান্তি| অন্তত এ বর্ষায় সবাই মানুষ হয়ে উঠুক| **** Hasan Mehedi
Read more