বর্ণবৈষম্য
এক জাতি অন্য জাতি অপেক্ষা শ্রেষ্ঠ এবং সংখ্যালুঘুদের উপর সংখ্যাগুরুদের আধিপত্য বিস্তার এমন ধারণার নামান্তরই রেসিজম বা বর্ণবাদ। রেসিজম বা বর্ণবাদের মূলে রয়েছে অন্ধবিশ্বাস এবং অহংকার।ধর্মযুদ্ধগুলো থেকে শুরু করে বিশ্বযুদ্ধ এবং আজ অব্দি পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে বা হচ্ছে তার সবকয়টির সাথেই রেসিজম ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি থেকে পরিবার,পরিবার থেকে সমাজ,সমাজ থেকে রাষ্ট্র এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড় পরিসরে বিভিন্ন রূপে থাকে রেসিজম।মুখের কথায় তা আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করে।কানাডার অ্যালবার্টা সিভিল লিবার্টিজ রিসার্চ সেন্টার বলেছে মত প্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত […]
Read more