সত্য জিন্দাবাদ

কন্টকশয্যা এই মহী ক্ষণকালের বিস্তীর্ণ মায়াতে ভরপুর
লক্ষভ্রষ্ট হয়ে আছে যখন মানবপ্রেমের স্বপ্ন,
জীবনের স্তদ্ধতা শুরু হয় নির্মলতার আচ্ছাদনে
জীবন নদীর ওপার থেকে ডাক পড়ে,
শুন্য হয় যখন লগ্ন।
মিথ্যা মায়াতে আপাদমস্তক ঘিরে যখন থাকে আমৃত্যু
কিভাবে সে মনস পায় প্রস্ফুটিত কুসুমের ঘ্রাণ,
আসল সত্য পেতে হলে মিথ্যেকে দিতে হয় বেড়ি
স্বেদ বিন্দুর ক্ণাকেও জানাতে হয় মায়া কেমন অম্লান।
জীবন!সে তো মিথ্যে নয়,
যদিও তা ক্ষণকালেরই ফল
আশার বাণী দেয় অনেকে,
নিতে পারে নাকো সত্যের চূড়ায়,
নিজেকে একদিন জয় করতে হবে সেই অসীমতা
মিথ্যে আশ্বাসের মায়া দূরে ফেলতে হবে,
যেখানে সে সীমা হারায়
মায়া!
এতো বড় কঠিন,
মানে না কোনো আইন দেয় সম্মন বিসর্জন।
সত্যি!
এ বড়ই নিষ্ঠুর,করে মন ভাঙ্গচুর,
তবে,কিছু মায়ার অন্তরালে রয়েছে বড় ফাক
দেখতে তা খাঁটি,সত্য মায়ার মতোই মধুর।
সম্মান নিয়ে বাঁচতে হবে,থাকতে হবে বিশ্বাস
মিথ্যেকে দেয়া যাবে নাকো প্রশ্রয়,সাথে থাকবে না আশ্বাস
ধরো
সত্য,মিথ্যেকে দাও বাদ আসল মুকুট মাথায় নিয়ে,
মিথ্যে মায়াকে ছুড়ে ফেলে বল “সত্য জিন্দাবাদ”
More From Author
- None Found