ভূমিহীন সমাচার

ভূমিহীন হলো রাস্তার চিৎকার
ভূমিহীন হয়, মুখরিত সুখ রব
কোলাহলে ছোঁয়া আলোড়িত পারাপার
খাদে পড়ে যায় ভ্যাবাচ্যাকা শৈশব!
বুঝলোনা কেউ কী হলো কার ঘটে!
কার সমাচার কে করে বেদখল?
নেশাময় ঘোর সকল খোয়ালো বটে
খোয়ালো শান্তি, স্বপ্নিল কলরোল!
পায়ের তলেতে মাটি নিয়ে দৌঁড়ায়
সাজানো গোছানো ধূসরিত সংসার
ভূমি, ছাদ কিছু হারাবার ছিল, তায়
চিৎকার বেড়ে ওঠে বুক জুড়ে তার!
সত্যের সব ভূমিহীন ভস্মে
মাটিতেই মিশে গড়াগড়ি খেয়ে যায়
মাটিময় সুখে, পরিণত বয়সে
সব সংগ্রাম দূরে শুধু হাসে, হায়!
More From Author
- None Found
What’s your Reaction?
+1
30
+1
+1
17
+1
+1
+1
1
+1